ভোর হলো
কাজী নজরুল ইসলাম
ভোর হলো
দোর খোলো
খুকুমণি ওঠো রে।
ঐ ডাকে
জুঁই-শাখে
ফুল-খুকি ছোটো রে।
খুলি হাল
তুলি পাল
ঐ তরি চলল,
এইবার
এইবার
খুকু চোখ খুলল!
আলসে
নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই
চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
(অংশবিশেষ)