ভেক্টর রাশিঃ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।
অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য বা যে রাশিকে ঠিক মত প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে।
যেমন- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, মন্দন, টর্ক, বিনতি কোণ, বলের ঘাত বা দ্বন্দ্বের ভ্রামক, বলের ক্ষেত্রফল, কেন্দ্রমুখী বল, তল বা তলের ক্ষেত্রফল, রৈখিক বা কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পয়েন্টিং ভেক্টর, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ প্রাবল্য, তড়িৎক্ষেত্র, চৌম্বক ভ্রামক, চৌম্বক প্রাবল্য, শব্দের প্রাবল্য, পীড়ন, সান্দ্রতার গুণাঙ্ক, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ ভ্রামক, কৌণিক ত্বরণ, কৌণিক বল ইত্যাদি।