ভাষিক যোগাযোগ কাকে বলে?

ভাষার চারটি প্রধান রূপের (শোনা, বলা, পড়া ও লেখা) মাধ্যমে যোগাযোগ করা হলে তাকে ভাষিক যোগাযোগ বলে। যেমন: কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা, রেডিও টেলিভিশন দেখা ও শোনা, কাগজে লেখা ইত্যাদি।

ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি – শোনা, বলা, পড়া ও লেখা। এর মধ্যে বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান। যন্ত্রে তৈরি শব্দও আমরা কান দিয়ে শুনে থাকি। অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে। যন্ত্রে লেখা শব্দও আমরা চোখ দিয়ে পড়তে পারি। কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও-টিলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ। এছাড়া শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে ব্রেইল ভাষা।

error: Content is protected !!