ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?

ভারতের সর্বোচ্চ গিরিপথ হল ডুংরি লা (Dungri La), যা মানা পাস (Mana Pass) নামেও পরিচিত। এই গিরিপথটি উত্তরাখণ্ডের জান্সকার পর্বতশ্রেণীতে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত। এর উচ্চতা ৫,৬১০ মিটার (১৮,৩৯৯ ফুট)। এটি ভারত ও তিব্বতকে সংযুক্ত করে।

error: Content is protected !!