ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র?

ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র হলো মুম্বাই হাই (Mumbai High)। এটি আরব সাগরে অবস্থিত একটি অফশোর তৈলক্ষেত্র।

তবে, যদি “তৈল উৎপাদন কেন্দ্র” বলতে তৈল শোধনাগারকে বোঝানো হয়, তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর তৈল শোধনাগার, যা গুজরাটে অবস্থিত। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এবং বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারগুলির মধ্যে একটি।

error: Content is protected !!