বৃত্ত কাকে বলে?

বৃত্ত কাকে বলে?
একটি নিদি’ষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে।

বৃত্ত হলো একটি সমতল আকারের রেখা, যেখানে বৃত্তের প্রতি একটি বিন্দু বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে। সহজভাবে বলতে গেলে, বৃত্ত হল এমন একটি closed (বন্ধ) রেখা যা সব দিক থেকে কেন্দ্রের সমান দূরত্ব বজায় রাখে।

উদাহরণস্বরূপ: যদি একটি পেন্সিলের সঙ্গে দড়ি বেঁধে কাগজে ঘূর্ণন করানো হয়, যেখানে দড়ির দৈর্ঘ্য ধ্রুবক থাকে, যে রেখা গড়ে ওঠে সেটাই বৃত্ত।

error: Content is protected !!