একটি পাথরকে সূতা দ্বারা বেধে বৃত্তাকার পথে ঘুরাতে থাকলে, সূতা কর্তৃক উক্ত বলটি সর্বদা একটি কেন্দ্রমুখী বল অনুভব করে বিধায় তা সর্বদা বৃত্তাকার পথে গতিশীল থাকে। এখন যদি সূতা কেটে দেয়া হয় তাহলে পাথরটি বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল প্রাপ্তি থেকে অব্যাহতি পায়, যার ফলে তা আর বৃত্তাকার পথে না ঘুরে সূতা কেটে ফেলার মুহূর্তে বৃত্তাকার পথের উক্ত বিন্দু হতে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর নিউটনের ১ম সূত্রানুযায়ী সরল পথের সমদ্রুতিতে চলে থাকে। তবে, বাতাসের বাধা ও মাধ্যাকর্ষণ বলের জন্য কিছু সময় পর সেটি ভূমিতে পতিত হয়।
- বৃত্তাকার পথে কোন কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?
- সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে
- সুষম বৃত্তাকার গতি কাকে বলে? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য
- বৃত্তাকার পথে কোনো কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?
- বৃত্তাকার পথে একপাক ঘুরলে সরণ কত হবে?
- কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি অশূন্য হতে পারে – কেন?