বিশ্লেষণমূলক লেখা কাকে বলে?
তথ্য, উপাত্ত ও বিবরণীর পর্যালোচনার ভিত্তিতে মত প্রকাশে যে লেখা লিখতে হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। অন্যভাবে বলা যায়, যে লেখার বিবরণধর্মী বক্তব্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। তবে এ ধরনের লেখা কেবল তথ্যবহুলই হয় না বরং তাতে সৃজনশীলতার পাশাপাশি কোনো বিষয়ে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত পর্যবেক্ষণও থাকে। ফলে এ ধরনের লেখা নির্দিষ্ট বিষয়ে পাঠককে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে সাহায্য করে। এ কারণে শিক্ষিত সমাজে ক্রমশ বিশ্লেষণমূলক লেখার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কী কী?
বিশ্লেষণমূলক লেখার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন:
- এই লেখার প্রধান বৈশিষ্ট্য অনুসন্ধান, পর্যবেক্ষণ, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকবে।
- তথ্য বিশ্লেষণ এবং উপাত্ত বিশ্লেষণ দুই প্রকার হতে পারে।
- তথ্য-উপাত্ত বা ছক ও সারণি থাকে।
- বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে।
- বিশ্লেষণমূলক লেখায় প্রয়োজনে তথ্য-উপাত্ত বা ছক ও সারণি ব্যবহার করতে হবে।
FAQ’s
বিশ্লেষণমূলক লেখায় সৃজনশীলতার পাশাপাশি কী থাকে?
বিশ্লেষণমূলক লেখায় সৃজনশীলতার পাশাপাশি যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত পর্যবেক্ষণ।
বিশ্লেষণমূলক লেখা কয় প্রকার?
বিশ্লেষণমূলক লেখা দুই প্রকার।
বিশ্লেষণমূলক লেখায় কী থাকে?
বিশ্লেষণমূলক লেখায় তথ্য-উপাত্ত বা ছক ও সারণি।
বিশ্লেষণমূলক লেখায় কী করা যাবে না?
বিশ্লেষণমূলক লেখায় একই কথার পুনরুল্লেখ করা যাবে না।
বিশ্লেষণমূলক লেখার বক্তব্য কীভাবে উপস্থাপন করতে হয়?
বিশ্লেষণমূলক লেখার বক্তব্য নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হয়।