‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

ক) ১৯২৩ সন
খ) ১৯২২ সন
গ) ১৯১৯ সন
ঘ) ১৯১৮ সন

সঠিক উত্তরঃ খ) ১৯২২ সন

ব্যাখ্যাঃ ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল ‘বিদ্রোহী’ কবিতাটি লেখেন। আর তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতাটি তার প্রথম প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাব্যের দ্বিতীয় কবিতা। ‘অগ্নিবীণা’ কাব্যে মোট বারটি কবিতা স্থান পেয়েছে। এ কাব্যের আরো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা – প্রলয়োল্লাস (প্রথম কবিতা), রক্তাম্বরধারিনী মা, ধূমকেতু, খেয়াপারের তরণী, কামালপাশা।

error: Content is protected !!