বাবুরের মহত্ত্ব কবিতার প্রশ্ন উত্তর

বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. বাবুরের মহত্ত্ব কবিতাটি কে লিখেছেন?
উত্তর:
বাবুরের মহত্ত্ব কবিতাটি কালিদাস রায় লিখেছেন।

২. বাবুরের মহত্ত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:
বাবুরের মহত্ত্ব কবিতাটি ‘পর্ণপুট’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৩. বাবুরের পিতার নাম কী?
উত্তর:
বাবুরের পিতার নাম ওমর শেখ মির্জা।

৪. বাবুরের মাতার নাম কী?
উত্তর:
বাবুরের মাতার নাম কুতলুগ নিগার খানম।

৫. বাবুর কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর:
১১ বছর বয়সে বাবুর সিংহাসনে বসেন।

৬. বাবুর কোথায় সিংহাসনে বসেন?
উত্তর:
বাবুর ফরগানার সিংহাসনে বসেন।

৭. বাবুর কত বছর বয়সে মৃত্যু বরণ করেন?
উত্তর:
৪৭ বছর বয়সে বাবুর মৃত্যু বরণ করেন।

৮. বাবুর কত বছর রাজত্ব করেন?
উত্তর:
বাবুর ২৬ বছর রাজত্ব করেন।

৯. বাবুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:
বাবুর উজবেকিস্তানের আন্দিজানে জন্মগ্রহণ করেন।

১০. বাবুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:
১৪৮৩ সালে বাবুর জন্মগ্রহণ করেন।

১১. বাবুর কত সালে মৃত্যু বরণ করেন?
উত্তর:
১৫৩০ সালে বাবুর মৃত্যু বরণ করেন।

১২. বাবুর পিতার মৃত্যুর পর কে বাবুরকে সাহায্য করেন?
উত্তর:
বাবুর পিতার মৃত্যুর পর তার পিতামহী ইসান দৌলত বেগম তাকে সাহায্য করেন।

১৩. বাবুর কোন বংশের সম্রাট ছিলেন?
উত্তর:
বাবুর তৈমুর বংশের সম্রাট ছিলেন।

১৪. বাবুর কী কী জয় করেন?
উত্তর:
বাবুর কাবুল, কান্দাহার, পাঞ্জাব ও দিল্লি জয় করেন।

১৫. বাবুর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?
উত্তর:
পানিপথের প্রথম যুদ্ধে বাবুর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন।

১৬. বাবুর কোন যুদ্ধে রানা সাঙ্গাকে পরাজিত করেন?
উত্তর:
খানুয়ার যুদ্ধে বাবুর রানা সাঙ্গাকে পরাজিত করেন।

১৭. বাবুর কোন যুদ্ধে মেদিনী রায়কে পরাজিত করেন?
উত্তর:
চান্দেরীর যুদ্ধে বাবুর মেদিনী রায়কে পরাজিত করেন।

১৮. বাবুর কোন যুদ্ধে আফগানদের পরাজিত করেন?
উত্তর:
ঘরঘরার যুদ্ধে বাবুর আফগানদের পরাজিত করেন।

১৯. বাবুর কোন ভাষায় আত্মজীবনী লিখেছিলেন?
উত্তর:
বাবুর তুর্কি ভাষায় আত্মজীবনী লিখেছিলেন।

২০. বাবুর আত্মজীবনীর নাম কী?
উত্তর:
বাবুর আত্মজীবনীর নাম ‘তুজুক-ই-বাবরী’।

error: Content is protected !!