বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি:
- ঐ (অ + ই = ঐ)
- ঔ (অ + উ = ঔ)
যদিও বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি ২৫টি, কিন্তু সেগুলোকে প্রকাশ করার জন্য বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ রয়েছে মাত্র এই দুটি। অন্য যৌগিক স্বরধ্বনিগুলো দুটি স্বরবর্ণের মিলিত রূপে উচ্চারিত হয়, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রতীক বর্ণ নেই।