মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা। ইভেন্টটি বিশ্বের সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা, মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।
| বছর | মিস ওয়ার্ল্ড বাংলাদেশ | মিস ওয়ার্ল্ডে স্থান |
|---|---|---|
| ২০১৭ | জেসিয়া ইসলাম | শীর্ষ ৪০ |
| ২০১৮ | জান্নাতুল ফেরদৌস ঐশী | শীর্ষ ৩০ |
| ২০১৯ | রাফাহ নানজীবা তোরসা | স্থানবিহীন |
২০১৭ সালে জান্নাতুল নাঈম এভ্রিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। কিন্তু তিনি পূর্বে বিবাহিত জানার পর তাঁর মুকুট বাতিল করা হয়।