বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন?

আমরা জানি, কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল। বল প্রয়োগে বলের দিকে, বলের বিপরীত দিকে বা অন্য যেকোনো দিকে সরণ হতে পারে আবার নাও পারে। যদি সরণ শূন্য হয় অথবা বলের লম্ব দিকে সরণ হয় তবে বলের দিকে কোনো সরণ থাকে না। ফলে এক্ষেত্রে কাজ শূন্য হয়। তাই বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না।

error: Content is protected !!