বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয় কেন?

বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। যেখানে তথ্যই শক্তি। বর্তমানে প্রযুক্তি সকল মানুষের হাতে পৌঁছে গেছে। সর্বসাধারণ মানুষ প্রযুক্তি ব্যবহর করে নানাভাবে উপকৃত হচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি দিন দিন যোগাযোগ ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির অবদানে সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করেছে। আর এসব কারণেই বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয়।

error: Content is protected !!