বর্তনী ও চলবিদ্যুৎ ৮ম বিজ্ঞান অধ্যায়-৯

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. তড়িৎ বিভব কাকে বলে?
২. তড়িৎ প্রবাহ কাকে বলে?
৩. পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে?
৪. ডিসি প্রবাহ কাকে বলে?
৫. তড়িৎ বিভব পার্থক্য কী?
৬. রোধ কাকে বলে?
৭. ও’মের সূত্রটি লিখ।
৮. এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কী?
৯. তড়িৎ বর্তনী কাকে বলে?
১০. অ্যামিটার কাকে বলে?
১১. ভোল্টমিটার কাকে বলে?
১২. ফিউজ কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. এক ভোল্ট বলতে কী বোঝায়?
২. নিরাপত্তা ফিউজ বলতে কী বোঝায়?
৩. বাসা-বাড়িতে ফিউজ ব্যবহার করা হয় কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বর্তনীতে তড়িৎ প্রবাহ কীসের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
২. এসি প্রবাহ ও ডিসি প্রবাহের মধ্যে পার্থক্য লেখো।
৩. শ্রেণি সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে পার্থক্য লেখ।
৪. উন্নত সমাজ ব্যবস্থা বিদ্যুৎ ছাড়া ভাবা যায় না – ব্যাখ্যা করো।
৫. বিদ্যুতের অপচয় রোধে করণীয় ব্যাখ্যা করো।

error: Content is protected !!