বঙ্গবাণী প্রশ্ন উত্তর

বঙ্গবাণী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই?
উত্তর :
আরবি-ফারসি শাস্ত্রে কবির কোনো রাগ নেই।

২. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিমের মতে, সর্ববাক্য বুঝতে পারেন কে?
উত্তর :
‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিমের মতে, সর্ববাক্য বুঝতে পারেন স্রষ্টা।

৩. ‘মারফত’ শব্দের কী?
উত্তর :
‘মারফত’ শব্দের অর্থ মরমি সাধন।

৪. কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে?
উত্তর :
মারফতভেদে যারা গমন করে না তারা হিন্দুর অক্ষরকে হিংসা করে।

৫. ‘হিন্দুর অক্ষর’ বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে?
উত্তর :
‘হিন্দুর অক্ষর’ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে।

৬. কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
উত্তর :
মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারী হীন প্রবৃত্তির লোকদের জন্মপরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন।

৭. ‘হাবিলাষ’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘হাবিলাষ’ অর্থ – অভিলাষ বা প্রবল ইচ্ছা।

৮. কবি ‘নিরঞ্জন’ শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?
উত্তর :
কবি ‘নিরঞ্জন’ শব্দটি সৃষ্টিকর্তাকে বোঝাতে ব্যবহার করেছেন।

৯. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘জুয়ায়’ শব্দের অর্থ জোগায়।

১০. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত হয়?
উত্তর :
‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত হয়।

১১. কবি আবদুল হাকিম কোন শতকের কবি?
উত্তর :
কবি আবদুল হাকিম সপ্তদশ শতকের কবি।

১২. ‘বঙ্গাবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর :
‘বঙ্গবাণী’ কবিতাটি কবির ‘নূরনামা’কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

বঙ্গবাণী অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।’ – বুঝিয়ে লেখো।
২. ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।’ – বুঝিয়ে লেখো।
৩. ‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।’ – বলতে কী বোঝানো হয়েছে?
৪. ‘দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।’ – কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?

error: Content is protected !!