ফেমিকন এর কাজ কি? ক্ষতিকর দিক | কখন পিল নিষিদ্ধ

ফেমিকন একটি জন্ম বিরতিকরণ পিল। ফেমিকন ট্যাবলেট এর কাজ কি? ফেমিকন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকারণ দিক এবং কোন কোন ক্ষেত্রে ফেমিকন ট্যাবলেট খাওয়া যাবে না, সকল তথ্যগুলো আলোচনা করা হয়েছে।

ফেমিকন ট্যাবলেট এর কাজ কি?

বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন। কারণঃ

  • ফেমিকন পিল একটি সুসহনীয় এবং কার্যকরী (৯৭% – ৯৯.৯%) আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি।
  • ফেমিকন একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান, ততদিন ফেমিকন পিল খেতে থাকুন। পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে।
  • ফেমিকন পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অুসবিধা কমে যায়।
  • গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবর পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে।
a blue box with white feathers on it

ফেমিকন এর ক্ষতিকর দিক/ পার্শ্ব-প্রতিক্রিয়া

এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোন মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে। যেমন- মাথা ঘোরা, বমি বামি ভাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাস পরেও থেকে যায়, তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশমত পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোন পদ্ধতি নিতে হবে।

যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ

  • যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন।
  • যদি আপনার বয়স ৪৫ বছরের বেশী হয়ে থাকে।
  • যদি আপনি অতি ধুমপায়ী অর্থাৎ দিনে ২০টি সিগারেট এর বেশি পান করে থাকেন।
  • যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে।
  • যদি আপনার লিভারের কোন অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত থাকেন।
  • যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয় নি।

তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধুমপানে আসক্ত না হয়ে থাকেন, তাহলে এসব বিরুপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম।

খাবার পিল শুরু করার পর যদি আপনি কোন অুসবিধা, যেমন: মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোন পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন।

error: Content is protected !!