পড়ে পাওয়া গল্পের প্রশ্ন উত্তর

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: কিশোরদের দলের মধ্যে কে বয়সে সবচেয়ে বড় ছিল?
উত্তর:
কিশোরদের দলের মধ্যে বিধু বয়সে সবচেয়ে বড় ছিল।

প্রশ্ন-২: কালবৈশাখীর আভাস প্রথমে কে পেয়েছিল?
উত্তর :
কালবৈশাখীর আভাস প্রথমে বিধু পেয়েছিল।

প্রশ্ন-৩: গল্পকথকের দলে সবচেয়ে বিজ্ঞ কে?
উত্তর :
গল্পকথকদের দলে সবচেয়ে বিজ্ঞ বিধু।

প্রশ্ন-৪: গল্পের কিশোররা কোনটিকে কালবৈশাখীর লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে?
উত্তর :
গল্পের কিশোররা বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘের গুড়গুড় করে ডাকার বিষয়টিকে কালবৈশাখীর লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে।

প্রশ্ন-৫: কালবৈশাখী হয় কোন মাসে?
উত্তর :
কালবৈশাখী হয় বৈশাখ মাসে।

error: Content is protected !!