প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য

প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

প্রাথমিক উপাত্তমাধ্যমিক উপাত্ত
১. যে উপাত্ত সরাসরি অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে।১. যে উপাত্ত কোন প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হওয়ার পর দ্বিতীয়বার অন্য কোন প্রতিষ্ঠান ব্যবহার করে তখন তাকে মাধ্যমিক উপাত্ত বলে।
২. এই উপাত্ত সরাসরি কার্যক্ষেত্র হতে সংগ্রহ করা হয়।২. এই উপাত্ত অন্যকাজে ব্যবহৃত উপাত্ত থেকে সংগ্রহ করা হয়।
৩. প্রাথমিক উপাত্ত হলো প্রথম পর্যায়ভুক্ত।৩. মাধ্যমিক উপাত্ত হলো দ্বিতীয়, তৃতীয় বা অন্য কোনো পর্যায়ভুক্ত।
৪. প্রাথমিক উপাত্তের উপর কোনরূপ পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয় না।৪. মাধ্যমিক উপাত্তের উপর একাধিকবার পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়।
error: Content is protected !!