প্রবাস বন্ধু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. আবদুর রহমান কার মতো লেখকের মুশকিল-আসান করবে?
উত্তর : আবদুর রহমান ভীমসেনের মতো লেখকের মুশকিল আসান করবে।
২. আবদুর রহমনের উচ্চতা কত?
উত্তর : আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।
৩. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন।
৪. ‘প্রবাস বন্ধু’ রচনার বর্ণিত কাজের লোকের নাম কী?
উত্তর : ‘প্রবাস বন্ধু’ রচনার বর্ণিত কাজের লোকের নাম আবদুর রহমান।
৫. লেখক বাসা পেয়েছিলেন কোন গ্রামে?
উত্তর : লেখক বাসা পেয়েছিলেন খাজামোল্লা গ্রামে।
৬. রিলিফ ম্যাপের চেহারা মানে কি?
উত্তর : রিলিফ ম্যাপের চেহারা মানে শীত-গ্রীষ্মে শরীরের চামড়া চিরে রিলিফ ম্যাপের মতো হয়ে যাওয়া।
৭. ‘হরফন-মৌলা’ অর্থ কী?
উত্তর : ‘হরফন-মৌলা’ অর্থ – সকল কাজের কাজি।
৮. কাবুলের পানিকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর : কাবুলের পানিকে গলানো পাথরের সাথে তুলনা করা হয়েছে।
৯. পানশির কোথায় অবস্থিত?
উত্তর : পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত।
১০. ‘ওরভোয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ওরভোয়া’ শব্দের অর্থ – আবার দেখা হবে।
প্রবাস বন্ধু অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. আবদুর রহমানকে ‘নরদানব’ বলার কারণ কী? ব্যাখ্যা করো।
২. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির অধ্যক্ষ জিরার আবদুল রহমানকে ‘হরফন-মৌলা’ বলেছেন কেন?
৩. ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।’ – লেখক কেন এ কথা বলেছেন?
৪. পেঁজা বরফের গুঁড়োর ভর্তি।’ – বলতে কী বোঝানো হয়েছে?