প্রবন্ধের বৈশিষ্ট্য গুলো নিচে তুলে ধরা হলো:
- পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে না।
- হাতে হালি দিয়ে পড়া যায় না।
- লাইনগুলো সুর করে পড়া যায় না।
- এটি পদ্য-ভাষায় লেখা যায় না।
- এটি গদ্য ভাষায় লেখা যায়।
- এর মধ্যে কোনো কাহিনী থাকে না।
- এর মধ্যে চরিত্র থাকে না।
- যেকোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়।
- এটিকে কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়।
- এর মধ্যে সংলাপ থাকে না।
- এটি অভিনয় করা যায় না।