সংজ্ঞাঃ পার্বত্য প্রবাহে নদীর জলপ্রপাতের ঠিক তলদেশে বর্তুলাকার যে গর্তের সৃষ্টি হয়, তাকে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলে। পতনশীল জলপ্রপাতের জলধারা ও প্রস্তরখন্ডের আঘাতে জলপ্রপাতের তলদেশের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় গোলাকার প্রপাতকূপ গঠন করে।
প্রপাতকূপের বৈশিষ্ট্য
১) প্রপাতকূপগুলি আয়তনে কিছুটা বড়ো ও গভীর হয়। তবে এগুলির আয়তন ও গভীরতা জলপ্রপাতের উচ্চতা, জলের আয়তন ও প্রস্তরখন্ডের পরিমাণের ওপর নির্ভর করে।
২) কেবলমাত্র শুষ্ক ঋতুতে নদীতে যখন জলের পরিমাণ কম থাকে, তখনই প্রপাতকূপটি দৃশ্যমান হয়।
প্রপাতকূপের উদাহরণঃ ঝাড়খন্ডের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতের নীচে প্রপাতকূপ সৃষ্টি হয়েছে।