প্রতারণা কাকে বলে?

কথাবার্তা, আচার-আচরণ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতিতে ধোঁকা বা ফাঁকি দেওয়াকে প্রতারণা বলে। প্রতারণা একটি সামাজিক অপরাধ। এর ফলে মানুষ দুঃখ-কষ্ট ভোগ করে। ইসলামের দৃষ্টিতে এটা মানবতাবিরোধী অতি গর্হিত কাজ। এটি মিথ্যার শামিল। ফলে এটিকে মুনাফিকের কাজ হিসেবে গণ্য করা হয়। এর শাস্তি বড় কঠিন। সত্যিকার ইমানদার ব্যক্তি কখনই প্রতারণা করতে পারে না। রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না’।

error: Content is protected !!