পৃথিবীর দীর্ঘতম ও ক্ষুদ্রতম নদী দুটির নাম কী কী?

পৃথিবীর দীর্ঘতম নদী হল আফ্রিকার নীল নদ এবং ক্ষুদ্রতম নদী হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ডি (D), যার দৈর্ঘ্য মাত্র 37 কি.মি.।

পৃথিবীর দীর্ঘতম নদীঃ
আফ্রিকা মহাদেশের নীল নদ পৃথিবীর একক দীর্ঘতম নদী।
এই নদীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল-
১) দৈর্ঘ্যঃ 6,650 কি.মি।
২) উৎসঃ বুরুন্ডির উচ্চভূমি।
৩) মোহনাঃ সাতটি শাখায় বিভক্ত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে।
৪) জলপ্রবাহঃ বৃষ্টির জলে পুষ্ট হলেও এই নদী চিরপ্রবাহী। এর মধ্য দিয়ে আফ্রিকার মোট জলভাগের 10% প্রবাহিত হয়।
৫) খরস্রোতঃ খার্তুম থেকে আসোয়ান পর্যন্ত এর গতিপথে 6টি খরস্রোত সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!