পিয়াজেঁ শিক্ষার্থীদের সক্রিয় চিন্তনের মাধ্যমে জীবন বিকাশের কথা বলেছেন। এর থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় করার প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। তাঁর তত্ত্ব থেকে এটা উপলব্ধি করা যায় যে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে দৈহিকভাবে সক্রিয় করে তোলার ব্যাপারে মানসিক দিক থেকেও সক্রিয় করে তুলতে হবে। পিয়াজেঁর তত্ত্ব থেকে একথা প্রতিপন্ন হয় যে, শিশুর শিখনকে কার্যকারী করতে হলে তার জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু পাঠক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। তাঁর তত্ত্ব থেকে আধুনিক যুগের অনেক শিখন মডেল গড়ে উঠেছে। এক কথায় পিয়াজেঁর তত্ত্ব শিক্ষাতত্ত্বের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।