মূলভাব: পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং তাঁরা আমাদের স্নেহ-মমতায় বড়ো করে তোলেন। পিতামাতা ও গুরুজনদের দেওয়া সৎবুদ্ধি আমাদের জীবনকে মঙ্গলময় করে তোলে। তাই বাবা, মা ও অন্যান্য গুরুজনের আদেশ-উপদেশ আমাদের সবসময় মেনে চলা উচিত।
সম্প্রসারিত ভাব: পিতামাতার অবদানের কথা বলে শেষ করা যায় না। তাই তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতারও শেষ নেই। পিতামাতার পাশাপাশি অন্য গুরুজনরাও আমাদের মঙ্গল কামনা করেন। আমাদের সুস্থ ও সুন্দর জীবনের বিকাশে তাঁদের ভূমিকা অপরিসীম। জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞায় তাঁরা অনেক বড়ো এবং আমাদের সম্মানীয়। তাঁরা তাঁদের অভিজ্ঞতার আলোকে এমন অনেক কিছু জানেন, যা আমাদের অজানা। তাই আমরা ভুল করলে তাঁরা আমাদের ভুলগুলো শুধরে দেন। তাঁদের আদেশ-উপদেশ থেকে আমরা জীবনে সঠিক পথে চলার প্রেরণা পাই। তাঁদের দেওয়া শিক্ষায় আমরা আমাদের জীবনকে আলোকিত করে তুলতে পারি। পৃথিবীর বরণীয় ব্যক্তিদের দিকে তাকালে দেখতে পাব তাঁরা গুরুজনদের আদেশ শ্রদ্ধার সঙ্গে মেনে চলেছেন। পিতামাতা ও গুরুজনরা আমাদের পূজনীয়। তাঁদের বাণী অনুসরণ করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলব এবং দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করব।
মন্তব্য: পিতামাতাসহ সমস্ত গুরুজনের উপদেশ মেনে চলার মধ্য দিয়েই আমাদের জীবন সফল হয়ে উঠবে।