স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে।

স্ক্রুগজের টুপি একবার ঘোরালে 1 mm রৈখিক স্কেল বরাবর সরণ ঘটে। যাকে পিচ (pitch) বলা হয়।
যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পিছনে নেওয়া হয় সেটিকে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি একঘর ঘূর্ণনের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের এক ভাগ অগ্রসর হয়। অর্থাৎ এই স্কেলে 1/100 = 0.01 mm পর্যন্ত মাপা সম্ভব হতে পারে, যাকে স্ক্রুগজের ন্যূনাঙ্ক বলে।