পানির মধ্যে কাচনল ডুবালে অপেক্ষাকৃত সরু নলের অভ্যন্তরে পানি বেশি উপরে ওঠে কেন?

পানির মধ্যে কাচনল ডুবালে নলের ভিতর কিছু পানি পানির মুক্ত তল থেকে উপরে উঠে যায়। নলের ভিতরকার পানির উচ্চতা বা গভীরতা নলের ব্যাসার্ধের উপর নির্ভর করে। ব্যাসার্ধ কম হলে নলের অভ্যন্তরে পানির অধিক্ষেপ বেশি ঘটে। এ কারণে পানির মধ্যে কাচনল ডুবালে অপেক্ষাকৃত সরু নলের অভ্যন্তরে পানি বেশি উপরে উঠে।

error: Content is protected !!