পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ্ ১০ জুলাই ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন।
২. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনগুলো চমকপ্রদ ও মনোহর?
উত্তর : পল্লিসাহিত্য সম্পদের মধ্যে পল্লির উপকথাগুলো চমকপ্রদ ও মনোহর।
৩. ‘ঠাকুরমার ঝুলি’ কে রচনা করেন?
উত্তর : ‘ঠাকুরমার ঝুলি’ রচনা করেন শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
৪. ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
উত্তর : প্রত্নতাত্ত্বিক’ অর্থ পুরাতত্ত্ববিদ।
৫. সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি?
উত্তর : মায়ের ঘুমপাড়ানি গান ও খোকা-খুকির ছড়া হলো সরস প্রাণের জীবন্ত উৎস।
৬. ‘নৃতত্ত্ব’ কী?
উত্তর : ‘নৃতত্ত্ব’ হলো মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান।
৭. আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?
উত্তর : আজকাল বাংলা সাহিত্যের পনেরো আনা শহুরে সাহিত্য।
৮. ‘মনসুর বয়াতি’ কে ছিলেন?
উত্তর : ‘মনসুর বয়াতি’ ছিলেন দেওয়ানা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি।
৯. ‘দেওয়ানা মদিনা’র রচয়িতা কে?
উত্তর : দেওয়ানা মদিনার রচয়িতা মনসুর বয়াতি।
১০. প্রবাদ বাক্য কী?
উত্তর : দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বাক্য বলে।
১১. ‘ভূয়োদর্শন’ মানে কী?
উত্তর : ‘ভূয়োদর্শন’ মানে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা।
পল্লিসাহিত্য অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘নচেৎ এ সকল কেবল ভুয়া, কেবলি ফক্কিকার।’ – বলতে লেখক কী বুঝিয়েছেন?
২. ‘পল্লিসাহিত্যে পল্লিজননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার।’ – বুঝিয়ে লেখো।
৩. পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো।
৪. লোকে ছড়া ভুলে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো।