পর্বমধ্য কাকে বলে?

পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। সাধারণত কাণ্ডের বেশির ভাগ অংশই মাটির উপরে দেখা যায়। কিন্তু কিছু কিছু গাছের কাণ্ড মাটির নিচেও থাকে যেমন: আলু, আদা ইত্যাদি।

error: Content is protected !!