পরবশ কম্পন কাকে বলে?

কোনো বস্তুর ওপর বাইরে হতে কোনো পর্যাবৃত্ত বল প্রয়োগ করা হলে এটি প্রথমত কিছুক্ষণ অনিয়মিত ভাবে কম্পিত হয়, পরবর্তীতে ঐ পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কাঁপতে বাধ্য হয়। এরূপ কম্পনকে পরবশ কম্পন বলে।

অথবা,

কোনো কম্পনরত বস্তুকে অন্য একটি কম্পনক্ষম বস্তুর নিকট আনলে দ্বিতীয় বস্তুটিতে কম্পন শুরু হয়। একে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে।

error: Content is protected !!