নিয়তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘মহানন্দ’ কী?
উত্তর : ‘মহানন্দ’ হলো গভীর আনন্দ।
২. ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য লেখকরা প্রতি রোববারে কত গ্রেন করে কী খেতেন?
উত্তর : ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য লেখকেরা প্রতি রোববারে পাঁচ গ্রেন করে কুইনাইন খেতেন।
৩. লেখকের কোন অসুখটা বেশ পছন্দ হয়েছিল?
উত্তর : লেখকের ম্যালেরিয়া অসুখটা বেশ পছন্দ হয়েছিল।
৪. লেখক তাঁর ভাই বোনদের সঙ্গে কোথায় বসে গায়ে রোদ মাখতেন?
উত্তর : লেখক তাঁর ভাই-বোনদের সঙ্গে মন্দিরের চাতালে বসে গায়ে রোদ মাখতেন।
৫. ‘নিয়তি’ গল্পে ‘বেঙ্গল টাইগার’ কীসের নাম?
উত্তর : ‘নিয়তি’ গল্পে ‘বেঙ্গল টাইগার’ পোষা কুকুরের নাম।
৬. ‘খাবার দেবার পর মুখে বলতে হয় খাও।’ – কাকে?
উত্তর : হুমায়ূন আহমেদ রচিত ‘নিয়তি’ গল্পে বেঙ্গল টাইগার নামক কুকুরটিকে খাবার দেওয়ার পর মুখে বলতে হয় খাও।
৭. কার কাতরধ্বনি সহ্য করা মুশকিল?
উত্তর : বেঙ্গল টাইগারের কাতরধ্বনি সহ্য করা মুশকিল।
৮. বেঙ্গল টাইগারকে লেখকের বাবা কয়টি গুলি করলেন?
উত্তর : বেঙ্গল টাইগারকে লেখকের বাবা দুইটি গুলি করলেন।
৯. বেঙ্গল টাইগারকে কে হত্যা করেন?
উত্তর : বেঙ্গল টাইগারকে লেখকের বাবা হত্যা করেন।
১০. ‘মহানন্দ’ শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তর : ‘মহানন্দ’ শব্দটির অর্থ গভীর আনন্দ।
নিয়তি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. লেখকের কাছে মহারাজাকে অত্যন্ত ক্ষমতাশালী বলে মনে হলো কেন?
২. ম্যালেরিয়া রোগটি লেখকের কেন পছন্দ হয়েছিল? ব্যাখ্যা করো।
৩. ‘খানদানি কুকুর’ – কেন?
৪. ‘ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করছে।’ – বুঝিয়ে লেখো।