নিত্যবহ নদী কাকে বলে?

যে নদীতে সারাবছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফগলা জলে পুষ্ট নদীতেই সারাবছর জল থাকে। মানচিত্রে এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয়। উদাহরণ- গঙ্গা নদী।

উত্তর ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাব, হরিয়ান রাজ্যে এইরূপ খাল অবিস্থিত। এইরূপ খালে সারাবছর জলের জোগান অব্যাহত থাকে। কৃষিক্ষেত্রে জলসেচের কাজে এই প্রকার খাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

error: Content is protected !!