নানান দেশের নানান ভাস বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? ভাবসম্প্রসারণ

মূলভাব: মাতৃভাষায় কথা বলার মাধ্যমেই মানুষ তার মনের ভাব সাবলীলভাবে প্রকাশ করতে পারে। পৃথিবীতে বহু ভাষা বিদ্যমান থাকলেও মাতৃভাষায় কথা বলে যে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়, তা আর কোনো ভাষাতেই পাওয়া সম্ভব নয়।

সম্প্রসারিত ভাব: মাতৃভাষায় কথা বলতেই মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে। পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর ভাষা রয়েছে, যার প্রত্যেকটি একেক জাতির নিজস্ব ভাষা। আর প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষাই হলো তার মাতৃভাষা। অন্য কথায় মায়ের মুখে শুনে আমরা যে ভাষা রপ্ত করি, সে ভাষাই মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে আমরা যেমন আমাদের মনের ভাব প্রকাশ করি, তেমনি শিল্প-সাহিত্যের রসও এ ভাষায় আস্বাদন করি। আনন্দ-বেদনায়, সুখে-দুঃখে মাতৃভাষা আমাদের নিত্যসঙ্গী। মাতৃভাষার প্রতি এই গভীর অনুভূতি পৃথিবীর প্রত্যেকটি মানুষের। এর প্রতিফলন লক্ষ করা যায় আমাদের ভাষা আন্দোলনেও। ভাষা আন্দোলনে রফিক, শফিউর, সালাম, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষা বাংলার মর্যাদাকে সমুন্নত রেখেছেন। মাতৃভাষা ভিন্ন অন্য কোনো ভাষায় ভাব প্রকাশে এত স্বতঃস্ফূর্ত হওয়া সম্ভব নয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষা সাহিত্য রচনা করলেও পরবর্তীকালে উপলব্ধি করতে পেরেছিলেন, মাতৃভাষায় যত সহজে মনের ভাব প্রকাশ করা যায়, তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। ভিন্ন ভাষাভাষীদের মধ্যে আন্তঃসম্পর্কের জন্য বা জ্ঞানবিজ্ঞানের চর্চার জন্য প্রায়ই আমাদের ইংরেজি ভাষার প্রয়োজন হয়। কিন্তু মাতৃভাষার ভিত মজবুত না হলে ইংরেজি শিক্ষাও আমাদের জন্য কঠিন মনে হয়।

মন্তব্য: ভাবের প্রকাশে মাতৃভাষার কোনো বিকল্প নেই। এ ভাষাতেই আমাদের স্বপ্ন ও সম্ভাবনাগুলো রূপ লাভ করে।

error: Content is protected !!