নদী অববাহিকা কাকে বলে? বৈশিষ্ট্য ও উদাহরণ

নদী অববাহিকা কাকে বলে?

সংজ্ঞাঃ কোনো প্রধান নদী ও তার উপনদী-শাখানদী মিলিতভাবে সৃষ্টি করে একটি নদীগোষ্ঠীর। এই নদীগোষ্ঠীর প্রধান নদী, উপনদী ও শাখানদী যতটুকু জায়গা দখল করে থাকে, অর্থাৎ যতটুকু অঞ্চলে সেই নদী তার বিভিন্ন কাজ করে থাকে সেই সমগ্র অঞ্চলটিকে প্রধান নদীটির অববাহিকা (River Basin) বলে।

নদীর অববাহিকা

নদী অববাহিকার বৈশিষ্ট্য

১) প্রধান নদী, উপনদী ও শাখানদী বিধৌত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নদী অববাহিকা গড়ে ওঠে।
২) নদীভেদে নদী অববাহিকার আয়তনের পরিবর্তন হয়। যেমন: আমাজন নদের অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।
৩) নদী অববাহিকার উচ্চ, মধ্য ও নিম্ন অংশে ভূগাঠনিক বৈচিত্র্য লক্ষ করা যায়।
৪) নদী অববাহিকার বিভিন্ন অংশে বহির্জাত শক্তি রূপে নদী ক্ষয় ও সঞ্চয়কাজের মাধ্যমে ভূমিঢালের পর্যায়ন ঘটায় ও অসংখ্য ভূমি ভাস্কর্য সৃষ্টি করে।

উদাহরণঃ গাঙ্গেয় অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা।

error: Content is protected !!