সংজ্ঞাঃ নদীর মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। নদীর প্রবাহপথের এই বাঁকা অংশকে নদীবাঁক বা মিয়েন্ডার বলে। তুরস্ক বা এশিয়া মাইনরের ‘মিয়েন্ড্রস’ (Meandros) নামক বাঁকবহুল নদীর নাম থেকেই নদীবাঁককে মিয়েন্ডার (meander) নামে অভিহিত করা হয়েছে।

বৈশিষ্ট্যঃ
১) নদীবাঁকের অংশে নদীর জল কর্কের মধ্যে কর্ক-স্ক্রু ঢোকার মতো ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়। একে কুণ্ডলী প্রবাহ বলে।
২) নদীবাঁকের অবতল পাড়ে ক্ষয়কাজ এবং উত্তল পাড়ে সঞ্চয়কাজ হয়ে থাকে।
উদাহরণঃ বারাণসীর নিকট গঙ্গা নদীর গতিপথে একটি দর্শনীয় নদীবাঁক আছে।