নক্ষত্র পতন কাকে বলে?

রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়লো। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে।

এরা কিন্তু আসলে নক্ষত্র নয়, এদর নাম উল্কা। মহাশূন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে (সেকেণ্ডে প্রায় ৩ কি.মি) পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়। বেশির ভাগ উল্কাপিণ্ডই আকারে বেশ ক্ষুদ্র।

error: Content is protected !!