ধ্রুবক ও চলক এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
| নং | ধ্রুবক | চলক |
| ১ | C ভাষায় এমন কিছু মান আছে যা কোনো সময় পরিবর্তিত হয় না। অপরিবর্তিত মানগুলো হলো ধ্রুবক। | মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ঐ নামের অধীনে ডেটা রাখা হয়। ঐ নামই চলক। |
| ২ | এতে কমা ব্যবহার করা যায় না তবে প্রয়োজনে দশমিক ব্যবহার করা যায়। | এর মান নির্ধারণ করার সময় সংখ্যার মধ্যে কমা ব্যবহার করা যাবে। |
| ৩ | প্রোগ্রামে কম ব্যবহার করা হয়। | প্রোগ্রামে চলক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। |
| ৪ | উদাহরণঃ int i = 5 | উদাহরণঃ int i |