ধারকের লিকেজ কারেন্ট (Leakage Current) বলতে কী বোঝায়?

ধারকের লিকেজ কারেন্ট হলো সেই ক্ষুদ্র পরিমাণ ডিসি কারেন্ট যা একটি চার্জযুক্ত ধারকের অন্তরক পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আদর্শ ধারকের ক্ষেত্রে এই কারেন্ট শূন্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে খুব সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট থাকে। উচ্চ লিকেজ কারেন্ট ধারকের কার্যকারিতা কমাতে পারে।

error: Content is protected !!