দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক –

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে ব্যাসের রচিত বইটির মূল নাম হলো ‘দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন, কিসিঞ্জার অ্যাড এ ফরগটেন জেনোসাইড’। তবে ‘ব্লাড টেলিগ্রাম’ হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তার বার্তা। ১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃসংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন যা ইতিহাসে ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিতি পায়। বাংলাদেশ বিষয়ে তার রচিত একটি বই হলো ‘দ্য ক্রয়েল বার্থ অব বাংলাদেশ।’

দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক-
ক) রিচার্ড সেশন
খ) মার্কাস ফ্রান্ডা
গ) গ্যারি জে ব্যাস
ঘ) পল ওয়ালেচ

সঠিক উত্তর : গ) গ্যারি জে ব্যাস

error: Content is protected !!