দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না – কেন? বলা হয়েছে?

দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, কিন্তু আত্মার হয় না। – উক্তিটি করার কারণ হলো ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের আত্মিক মৃত্যুর ব্যাপারটি লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়।
আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না বরং তাদের আত্মশক্তি অর্জনের পথ রুদ্ধ হয়। মুখস্থনির্ভর এই শিক্ষাপদ্ধতিতে মনের দাবি মেটে না, ফলে আত্মার অপমৃত্যু ঘটে। দেহের মৃত্যুর হিসাব রাখা হলেও মানুষের আত্মার মৃত্যুর হিসাব কেউ রাখে না।

error: Content is protected !!