- ভাবার্থ কাকে বলে? ভাবার্থের বৈশিষ্ট্য
- তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? ভাবসম্প্রসারণ
- লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, ভাবসম্প্রসারণ
মূলভাব: শিক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার চেয়েও চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো শিক্ষিত লোক যদি চরিত্রহীন হয়, তবে অবশ্যই তার সঙ্গ পরিহার করা উচিত।
সম্প্রসারিত ভাব: বিদ্বান লোক সৎ না হলে তার সান্নিধ্য কখনোই কাম্য নয়। কুপ্রবৃত্তিগুলো তাদের নিত্যসঙ্গী। এসব মানুষ নৈতিক চরিত্রে দুর্বল। এদের স্বভাব অন্যের ক্ষতি করা। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। কোনো কোনো দুর্জন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় বটে, কিন্তু সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা এদের চরিত্রে ও মানসিকতায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এরা শিক্ষিত নামধারী হয়ে চাতুরী ও ছলনায় সহজেই মানুষকে প্রতারিত করে। এ কথা সত্য, বিদ্যা অর্জনের মাধ্যমে মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে। বিদ্যা মানবজীবনের সফলতার সহায়ক। বিদ্বানের সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকিত হয়। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি চরিত্রহীন হয়, তবে তার বিদ্যার কোনো মূল্য থাকে না।
মন্তব্য: নিজের স্বার্থ বা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একজন কুচরিত্রের মানুষ যেকোনো কৌশলের আশ্রয় নিতে পারে। তাই দুর্জন যদি বিদ্বানও হয়, তবু তার সান্নিধ্য ত্যাগ করাই মঙ্গল।