- রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
- হরিশের রসনার গুণে মামার সাথে তার সম্পর্ক কী ধরনের?
- মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
দারোয়ান রসিক দুলেকে চড় মেরেছিল কেন?
নিজ আঙিনার বেলগাছ কাটতে যাওয়ায় রসিক দুলেকে জমিদারের দারোয়ান চড় মেরেছিল।
অভাগীর অন্তিম ইচ্ছা ছিল মৃত্যুর পর তার ছেলে যেন তার মুখাগ্নি করে। এ কারণে তার মৃত্যুর পর রসিক দুলে অভাগীর হাতে পোঁতা বেলগাছটা কাটতে যায়। নিচু জাতের হওয়ায় জমিদারের অনুমতি ছাড়া কোনো গাছ কাটতে পারে না তারা। তাই জমিদারের বিনা অনুমতিতে গাছ কাটতে যাওয়ায় রসিক দুলেকে জমিদারের দারোয়ান চড় মারে।