তড়িৎ বলের উপরিপাতন নীতি

তড়িৎ বলের উপরিপাতন নীতিঃ দুটি আধানের পরিবর্তে যদি অনেকগুলো আধান থাকে সেক্ষেত্রে একটি আধানের উপর অপর আধানগুলোর ক্রিয়াশীল বল পৃথকভাবে বের করে তাদের যোগফল বের করলেই উক্ত আধানের উপর নিট বল পাওয়া যাবে। একে বলা হয় তড়িৎ বলের উপরিপাতন নীতি।

error: Content is protected !!