ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লিখ।

ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নংত্বরণমন্দন
 ১বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
 ২ত্বরণ সৃষ্টির জন্য বস্তুর গতির অভিমুখে বল প্রয়োগ করতে হয়।মন্দন সৃষ্টির জন্য গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়।
 ৩ত্বরণের প্রভাবে বস্তুর ভরবেগ ও গতিশক্তি ক্রমশ বৃদ্ধি পায়।মন্দনের প্রভাবে বস্তুর ভরবেগ ও গতিশক্তি ক্রমশ হ্রাস পায়।
error: Content is protected !!