তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. শাহাবাজপুরের জোয়ান কৃষক কে?
উত্তর : শাহবাজপুরের জোয়ান কৃষক হলো সগীর আলী।
২. জলপাই রঙের ট্যাঙ্ক কীসের মতো চিৎকার করল?
উত্তর : জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করল।
৩. শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কী?
উত্তর : শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য।
৪. স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল?
উত্তর : স্বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙল।
৫. কার সিঁথির সিঁদুর মুছে গেল?
উত্তর : হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল।
৬. জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো?
উত্তর : জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো।
৭. ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি ‘শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
৮. ভগ্নস্তুপে দাড়িয়ে একটানা আর্তনাদ করল কে?
উত্তর : ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
৯. ‘খাণ্ডবদাহন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খাণ্ডবদাহন’ শব্দের অর্থ হলো ভীষণ অগ্নিকাণ্ড।
১০. কে উদাস দাওয়ায় বসে আছেন?
উত্তর : থুত্থুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন।
১১. থুত্থুড়ে বুড়োর চোখের নিচে কী ছিল?
উত্তর : থুত্থুড়ে বুড়োর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক ছিল।
১২. অধীর আগ্রহে সবাই বসে আছে কীসের প্রতীক্ষায়?
উত্তর : অধীর আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতার প্রতীক্ষায়।