‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’ বলতে কী বোঝানো হয়েছে?

‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’ বলতে কী বোঝানো হয়েছে?

‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’ বলতে বিড়ালের বক্তব্যে উঠে আসা সাম্যবাদী নীতিকে বোঝানো হয়েছে।

‘বিড়াল’ রচনার বিড়াল বিজ্ঞ এবং সুতার্কিক। তার ভাষ্যে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত ও দলিতের মর্মবেদনা ক্ষোভ-প্রতিবাদ যুক্তিগ্রাহ্যভাবে উঠে আসে, যেখানে সাম্য তথা সকলের সম-অধিকারের কথা উচ্চারিত হয়। তাই কমলাকান্ত বিড়ালকে বলে, ‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’। অর্থাৎ তার বক্তব্য সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসীদের মতো

error: Content is protected !!