‘তুমি আসবে বলে হে স্বাধীণতা’ – কার কবিতা?

‘তুমি আসবে বলে হে স্বাধীণতা’ – শামসুর রাহমান এর কবিতা। শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবি। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কবিতাটি তাঁর শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা’ সংকলনের অন্তর্ভুক্ত। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কবিতা – ‘স্বাধীনতা তুমি’, ‘পণ্ডশ্রম’, ‘মধুস্মৃতি’, ‘রক্তাক্ত প্রান্তরে’।

‘তুমি আসবে বলে হে স্বাধীণতা’ – কার কবিতা?

ক) শওকত ওসমান
খ) সিকান্দার আবু জাফর
গ) সুফিয়া কামাল
ঘ) শামসুর রাহমান

সঠিক উত্তর : ঘ) শামসুর রাহমান

error: Content is protected !!