‘তাহরির স্কয়ার’ কায়রোতে অবস্থিত। তাহরির স্কয়ার মিশরের কায়রোতে অবস্থিত। আরবিতে ডাকা হয় ‘ময়দান আল তাহরির’, ইংরেজিতে ‘লিবারেশন স্কয়ার’। এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। জায়গাটিকে আগে ডাকা হতো ‘ইসমাইলিয়া ময়দান’ নামে। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে গণবিক্ষোভ হয় তার মূল কেন্দ্রবিন্দু ছিল তাহরির স্কয়ার।
‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক) সিউল
খ) আম্মান
গ) কায়রো
ঘ) তেহরান
সঠিক উত্তর : গ) কায়রো