ডিপ্লাজমোলাইসিস কাকে বলে?

প্লাজমোলাইসিস কোষকে লঘুসারক দ্রবণে রাখলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে। ফলে কোষটি রসস্ফীতি হয় এবং প্রোটোপ্লাজম আবার আগের মতো কোষ প্রাচীর এর সঙ্গে যুক্ত হয়। কোষের এই অবস্থাকে ডিপ্লাজমোলাইসিস বলে।

error: Content is protected !!